ডিএমপির মিরপুর বিভাগে টানা দুই বছর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পল্লবী থানা। রবিবার (১৪ মে )ডিএমপির মাসিক অপরাধ বিষয়ক এক সভায় মার্চ ও এপ্রিল দুই মাসের শ্রেষ্ঠ থানার পুরস্কার দেওয়া হয়।
দুপুরে ডিএমপির প্রধান কার্যালয়ে মার্চ-২০২৩ ও এপ্রিল-২০২৩ ইং দুইমাসের শ্রেষ্ঠ থানা “পল্লবী থানার’পুরস্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
পল্লবী থানা শ্রেষ্ঠ থানার পুরস্কার পেয়ে পল্লবী থানা অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম বলেন কাজের স্বীকৃতি পেলে সবার ভালো লাগে তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় উপ-পুলিশ কমিশনার মিরপুর বিভাগ, এডিসি ও এসি (পল্লবী জোন) স্যার সহ সকল স্যারদের , তাহাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনায় এমন সাফল্য সম্ভব হয়েছে ।সেইসাথে সার্বিক সফলতার জন্য টিম-পল্লবীর সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।
Leave a Reply