মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি শরীয়তপুর :
শরীয়তপুর জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে অবস্থিত ডাঃ মোসলেম উদ্দিন খান কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে এ উপলক্ষ্যে কোরানখানি, অলোচনা সভা, প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৬ মার্চ সকাল ১০ টায় কলেজ কনফারেন্স রুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক সনাতন বিশ্বাস, সহকারী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম মাদবর, প্রভাষক পরিতোষ সরকার, প্রভাষক মো. শরীফুল ইসলাম, প্রভাষক মোঃ কামাল হোসেন, প্রভাষক তুষার কান্তি বিশ্বাস, মো. আবুল হোসেন, প্রমুখ।
অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব হিসেবে ছিলো শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রভাষক মোঃ রঞ্জু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী
বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।
Leave a Reply