1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
টেস্টে নতুন রেকর্ড গড়লেন মিরাজ - দৈনিক আমার সময়

টেস্টে নতুন রেকর্ড গড়লেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

শেষ ৫ বছরে টেস্ট ক্রিকেটে ৮ নাম্বারে ব্যাট পরতে নেমে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শেষ ২৫ ইনিংসে ৮ নাম্বার ব্যাটার হিসাবে প্রায় ৩২ গড়ে মোট ৬৯৭ সংগ্রহ করেছেন তিনি। টেস্টে সর্বোচ্চ রান করা ৮ নাম্বার ব্যাটারের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। গত ৫ বছরে ২৭ ইনিংসে ২১.৪৮ গড়ে ৫৮০ রান করেছেন তিনি। ২৪ ইনিংসে ৪৬৩ রান করে তৃতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। চতুর্থ স্থানে থাকা জোশুয়া ডা সিলভা করেছেন ১৭ ইনিংসে ৩৬১ রান। ৫ নাম্বারে আছেন প্রোটিয়া ব্যাটার কেশব মহারাজ, ২১ ইনিংসে তার রান ৩৫৪। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নাম্বারে ব্যাট করতে এসে ৮১ বলে ক্যারিয়ারের অষ্টম ফিফটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১২৪ বলে ৭৮ রান করে সেহজাদের বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৬১ রানে ৫ উইকেট নিয়ে প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জয় এনে দেন মিরাজ। আর এই ফাইফারে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডেও লিখে ফেলেন নিজের নাম লেখার কৃত্বি। এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পন্ড হওয়ার পর দ্বিতীয় দিনে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com