1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
টানা চার হার শাকিব খানের ঢাকার, রংপুরের পাঁচে পাঁচ - দৈনিক আমার সময়

টানা চার হার শাকিব খানের ঢাকার, রংপুরের পাঁচে পাঁচ

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবার লগ্নি করেছেন ক্রিকেটে। চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিনেছেন তিনি। দেশি-বিদেশি বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে দলেও ভিড়িয়েছে ঢাকা। তবে কিছুতেই যেন কিছু হচ্ছে না ক্যাপিটালসের। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে থিসারা পেরেরার দল। হেরেছে সবকটিতেই।

টানা হারে যথারীতি পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে সবার নিচে অবস্থান শাকিব খানের দলের। বিপরীতে নিজেদের খেলা ৫ ম্যাচেই জয় তুলে নিয়ে টেবিল টপার নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। আগেই তিন ম্যাচ হারা ঢাকা আজ সিলেটে ছয়টি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিল। তবে ভাগ্য বদলায়নি তাদের।

টস হেরে আগে ব্যাট করতে নামা ক্যাপিটালস নিয়মিত উইকেট হারাতে থাকে। নাহিদ রানা, খুশদিল শাহ, আকিফ জাভেদদের বোলিং তোপে ২১ বল বাকি থাকতেই ১১১ রানে গুটিয়ে যায় ঢাকা। দলটির পক্ষে সর্বোচ্চ ২০ রান আসে তিনে নামা তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। দলের হয়ে চার ব্যাটার দুই অঙ্কে পৌঁছালেও বড় স্কোর গড়তে পারেননি।

রংপুর রাইডার্সের হয়ে সবচেয়ে সফল বোলার তরুণ স্পিডস্টার নাহিদ রানা। ৪ ওভারে ২১ রানের খরচায় শিকার করেছেন তিনটি উইকেট। খুশদিল শাহ ও আকিভ জাভেদ শিকার করেছে দুইটি করে উইকেট। এছাড়া শেখ মেহেদী, ইফতিখার আহমেদ ও কামরুল ইসলামও দেখা পেয়েছেন উইকেটের।

১১২ রানের টার্গেট টপকাতে একেবারেই বেগ পেতে হয়নি রংপুরকে। মাত্র ১৩ দশমিক ২ ওভারেই তারা ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংসটি আসে ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের ব্যাট থেকে। এছাড়া পাকিস্তানি তারকা খুশদিল শাহ খেলেন ১৩ বলে অপরাজিত ২৭ রানের ঝড়ো ইনিংস।

ঢাকা ক্যাপিটালসের হয়ে তিন বাংলাদেশি মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন ও আলাউতদ্দিন বাবু একটি করে উইকেট নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com