1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ঝিনাইদহের চাঞ্চল্যকর কিশোর সাগর হত্যাকাণ্ডের মূলহোতা'কে রাজধানীর আদাবর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - দৈনিক আমার সময়

ঝিনাইদহের চাঞ্চল্যকর কিশোর সাগর হত্যাকাণ্ডের মূলহোতা’কে রাজধানীর আদাবর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪
র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৭ মে শুক্রবার ভোর রাতে রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঝিনাইদহ সদর থানা এলাকায় চাঞ্চল্যকর বিষ মেশানো কোমল পানীয় খাইয়ে কিশোর শ্যালক সাগর(১৪) হত্যাকাণ্ডের মূলহোতা রবিউল ইসলাম(২৩)’কে গ্রেফতার করতে সমর্থ হয়। 
গত ২১ এপ্রিল ২০২৪ ইং তারিখে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামের কাচারিপাড়ায় স্ত্রীর ওপর ক্ষোভ মেটাতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া কিশোর শ্যালক সাগর(১৪)’কে বিষ মেশানো কোমল পানীয় সেবন করায়। বিষয়টি ভিকটিমের পরিবার জানতে পেরে কিশোর সাগরকে তাৎক্ষণিকভাবে ঝিনাইদহ সরকারি হাসপাতালে ভর্তি করা হলে শারীরিক অবস্থার আরো অবনতি হলে পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখ মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এই নৃশংস হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয়। উক্ত হত্যাকান্ডের জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ১৭ মে শুক্রবার ভোর রাতে রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক আসামী রবিউল ইসলাম(২৩)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী রবিউল বিবাহের পর হতে যৌতুকের জন্য তার স্ত্রীকে মানসিকভাবে চাপ প্রয়োগ করতো। তার চাহিদামতো যৌতুকের টাকা না দিতে পারায় স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতো এবং দীর্ঘদিন ধরে রবিউল তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে ফেলে রেখেছিলো। এ নিয়ে দুই পরিবারে বিরোধ সৃষ্টি হয়। এরই মধ্যে রবিউল দ্বিতীয় বিয়ে করবে বললে প্রথম স্ত্রীর পরিবারের সঙ্গে তীব্র মনোমালিন্যের সৃষ্টি হয়। এতে রবিউল প্রথম স্ত্রীর পরিবারকে শায়েস্তা করার পরিকল্পনা খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল ২০২৪ তারিখ ধৃত আসামী রবিউল ইসলাম তার স্ত্রীসহ শ্বশুর বাড়ী বেড়াতে যায় এবং ২১ এপ্রিল ২০২৪ তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় কিশোর শ্যালক সাগর(১৪)’কে নিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে স্থানীয় বাজার হতে দুইটি কোমল পানীয় কিনে পাশ্ববর্তী একটি স্কুলের মাঠে গিয়ে ভিকটিম সাগরকে কৌশলে তার সাথে বিষ মিশিয়ে খেতে দেয়। এতে ভিকটিম সরল বিশ্বাসে তা পান করে। সেবনের পর ভিকটিম সাগর অসুস্থবোধ করলে ধৃত আসামি ভিকটিমকে বাড়ির সামনে রেখে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে আসামী রবিউল ভিকটিমের মৃত্যুর খবর জানতে পেরে এলাকা হতে পলায়নপূর্বক ঝিনাইদহ, খুলনাসহ রাজধানীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com