ফেনীর ছাগলনাইয়াতে লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসে ক্ষুদ্ধ গ্রাহকদের হামলা ও ভাঙচুর করেছে। এ ঘটনায় অজ্ঞাত ৪ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। সোমবার (১৭ এপ্রিল) এ মামলা দায়ের করা হয়েছে বলে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বদ্বীপ রায় জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ফেনীর ছাগলনাইয়াতে অতিরিক্ত লোডশেডিং হচ্ছিল। এর প্রতিবাদে রোববার রাতে বিক্ষোভ করে গ্রাহকরা। ওই সময় বিক্ষুব্ধ গ্রাহকরা মিছিল নিয়ে প্রথমে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মিছিলটি অভিযোগ কেন্দ্রের সামনে গেলে একদল দুর্বৃত্ত কেন্দ্রের মূল গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র, বিদ্যুতের লাইন, এসি, মোটরসাইকেলসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে। ভাঙচুরের ঘটনা খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় জানান, ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply