গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে পথসভা, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করে সাধারণ জনগণের নিকট হাতপাখা প্রতীকে ভোট চাচ্ছেন।
হাতপাখা প্রতীকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান খান বলেন আমি গাজীপুর সিটির সামগ্রিক উন্নয়ন চাই, শুধু রাস্তা ঘাট নির্মান নয়, মানুষের নৈতিক এবং অভ্যন্তরীন গঠনব্যবস্থা পরিবর্তন করতে কাজ করবো,, গাজীপুর সিটিকে একটি পরিচ্ছন্ন উন্নত নগরী হিসেবে গঠন করবো। যদি সুষ্ঠু নিরপেক্ষ একটি অবাদ নির্বাচন হয় হাতপাখা প্রতীকে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।
Leave a Reply