1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কুষ্টিয়ায় ছুরিকাঘাতে ১লাখ টাকা ছিনতাই  - দৈনিক আমার সময়

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে ১লাখ টাকা ছিনতাই 

এ,জে, সুজন কুষ্টিয়া প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

  কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ১লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় শহরের বড়বাজার এলাকায় ছিনতাইয়েরএঘটনা ঘটে।

এঘটনায় আহত মুদি দোকান ব্যবসায়ী নজরুল ইসলাম শাহ (৪০)কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আহত নজরুল ইসলাম শাহ কুষ্টিয়া শহরতলীর লাহিনী চারা বটতলা এলাকার মৃত, নূর মোহাম্মদ শাহের ছেলে। তিনি একই এলাকার মুদি দোকান ব্যবসায়ী হিসেবে পরিচিত।

আহত ব্যবসায়ীর ভাইয়ের ছেলে সোহানবলেন, দিনে দুপুরে একজন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ১লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, মারাত্মকভাবে তার ডান হাতে ছুরিকাঘাত করা হয়েছে। বিষয়টির সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করছি।

কুষ্টিয়ামডেল থানার ভারপ্রাপ্ত (ওসি)শাহাদৎ হোসেন বলেন, ছুড়িকাঘাতের ঘটনা শুনেছি, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যবসায়ী নজরুল ইসলাম শাহ তার মুদি দোকানের জন্য মালামাল ক্রয় করতে শহরের বড়বাজার এলাকায় গেলে এসময় দুর্বৃত্তরা এসে তাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। এসময় তার কাছ থেকে ১লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানায় ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com