কুষ্টিয়ার মিরপুরে সম্প্রতি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার বর্গের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (২০মে) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসন মিরপুরের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ০২ মিরপুর ভেড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী।
মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,উপজেলা জাসদের সহ-সভাপতি মশিউর রহমান মিলন, উপজেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক কারশেদ আলম,বহলবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মিলন প্রমুখ।
এ সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবার বর্গের মাঝে ৩১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯৩০০০ (তিরানব্বই) হাজার টাকা বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জাসদের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply