কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীকে বিজয়ী করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (০২ মে) বিকেলে লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
তিনি বলেন, আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র পদপ্রার্থী মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী তথা নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেয়া এবং উন্নয়নগুলো তুলে ধরতে হবে।
প্রস্তুতি সভায় মেয়র পদপ্রার্থী মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী মাবু ছাড়াও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য সাবেক এমপি মোস্তাক আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এমপি আশেক উল্লাহ রফিক, এমপি কানিজ ফাতেমা আহমেদ, মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, নাজনীন সরওয়ার কাবেরী, বীর মুক্তিযোদ্ধা এস এস কামাল, মোহাম্মদ হোসাইন, এডভোকেট মমতাজ আহমেদ, নুরুল আবছার, এডভোকেট আব্বাস উদ্দিন, আব্দুল খালেক, এডভোকেট তাপস রক্ষিত, এম.এ মনজুর, রহিম উদ্দিন, এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, নজিবুল ইসলাম, উজ্জ্বল কর, মাহমুদুল করিম মাদু, আতিক উদ্দিন চৌধুরী, সোহেল আহমদ বাহাদুর, শহিদুল হক সোহেল, আরিফ উল মওলা, আতিক উল্লাহ কোম্পানি, আব্দুল্লাহ আল মাসুদ আজাদ, হাবিব উল্লাহ, সাইফুল ইসলাম চৌধুরী, ওয়াহিদ মোরাদ সুমন, আরমানুল আজিম, এরশাদুজ্জামান সুমন, শফিকুল ইসলাম কালু, মনিরুল হক, এরশাদ।
প্রস্তুতি সভায় শত শত দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply