পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষ উপলক্ষে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আজহার মাহমুদ এর সহযোগিতায় চর অঞ্চলের কয়েকটি মাদ্রাসায় এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অর্ধশতাধিক কোরআন শরীফ উপহার দিয়েছে রাজিবপুর মডেল প্রেস ক্লাব। দুই দিনব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করছে রাজিবপুর মডেল প্রেস ক্লাব।
বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ উপহার পেয়ে শিক্ষার্থীরা জানায়, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। আমরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে সমাজকে আলোকিত করতে চাই। আমাদের কোরআন উপহার দিয়েছে ও ইফতারের ব্যবস্থা করেছে তাদের জন্য দোয়া করি।
রাজিবপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, আমরা সব সময় ভালো কাজের মধ্যেই সীমাবদ্ধ। চর অঞ্চলের কয়েকটি মাদ্রাসায় কোরআন শরীফ উপহার দিয়েছি এবং মাদ্রাসাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল রহমান, রাজিবপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির মামুন সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply