1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
একজন লেখক হলো কবি, একজন কবি হলো লেখক - দৈনিক আমার সময়

একজন লেখক হলো কবি, একজন কবি হলো লেখক

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

 

-রানা বর্তমান
সাহিত্যিক ও নির্মাতা

জে কে রাওলিং ব্রিটিশ এই লেখকের হ্যারি পটার চরিত্রটি বিশ্বের আবালবৃদ্ধবনিতার কাছে পরম প্রিয়। লেখকজীবনের শুরুতে পাহাড়সমান বাধা পেরিয়েছেন রাওলিং। অবশ্য তাঁর কাছে জীবন ও লেখকজীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। ফলে তাঁর জীবনের গল্পটাই যুদ্ধজয়ের। বিশ্বসাহিত্যে রাওলিং জাদুকরি এক নাম। তিনি নবীন লেখকদের জন্য লেখালেখি নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন এই লেখক।
অবশ্যই করতে হবে’—এমন তালিকার ব্যাপারে আমার আপত্তি আছে। সেটি জীবন কিংবা লেখালেখি, যে ক্ষেত্রেই হোক না কেন। ‘পঞ্চাশের আগে কী করা উচিত’, অথবা ‘এই মৌসুমে কিনতে হবে’, অথবা ‘সাফল্য পেতে হলে আমাকে যা লিখতে হবে’—এ–জাতীয় প্রশ্নের উত্তর দিতেও আমার বাধে।
নিশ্চিত সাফল্য লাভের মতো ১০টি সূত্র আমি আসলে পাইনি। কথা দিলাম, তেমন সূত্র পেলে আপনাদের জানাব। সত্যি কথা হলো, বেশির ভাগ মানুষ যেটিকে কানাগলি ভেবেছিল, আমি ঠিক সেদিক পানেই একলা ছুটেছি। ছুটতে গিয়ে হোঁচট খেতে খেতে পেয়েছি সাফল্যের দেখা। নব্বইয়ের দশকে মানুষের মনে কিছু ধারণা পোক্ত হয়েছিল (গল্পের) ছেলে চরিত্রগুলো ভীষণ সেকেলে’, ‘বোর্ডিং স্কুলগুলো একেকটি অভিশাপ’, ‘শিশুদের বই ৪৫ হাজার শব্দের বেশি হওয়া উচিত নয়’। একলা ছুটতে গিয়ে আমি সেই ভুল ধারণাগুলো ভেঙে দিয়েছি। তাই কী ‘অবশ্যই করতে হবে’ ভুলে যান, মনোযোগ দিন সেসব বিষয়েই, যেগুলো ছাড়া সম্ভবত বেশি দূর যেতে পারবেন না। অতএব এই ব্রিটিশ লেখিকার ভাষ্য অনুযায়ী আমাদের মন যেটা চায় সেটার উপরেই আমাদের লেখালেখি করা উচিত। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেক লেখকের প্রথম শুরুটা হয় কবিতা দিয়ে। একজন কবিই লেখক, একজন লেখকই হলেন কবি। লেখালেখির মহান অধ্যায় হলো কবিতা। কবিতা যা মানুষকে জাগিয়ে তোলে, সংস্কৃতি রক্ষা করে এবং একটি জাতি বা গোষ্ঠীর ভাষা রক্ষা করে। ভাষা আন্দোলন সহ বাংলাদেশের বাঙালির জাতীয় আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে জাগিয়ে তুলেছিল কবিতা। কবিতা নতুন প্রজন্মের জন্য একটি চমৎকার ধারালো অস্ত্র এবং পথনির্দেশক। সৃজনশীলতাই কবিতা, কবিতা এমন একটি কাজ যা মনকে আনন্দ দেয় এবং অন্যজনকে ভাবায়, যা অনেকটা রহস্যময় এবং সাধারণ বাক্য থেকে বেশ আলাদা। কবিতা একটি সৃজনশীল সাহিত্য প্রক্রিয়া। কবিতা একটা নিরন্তর চর্চা। কবিতাকে চর্চার মাধ্যমে উন্নত করা যায়। কবিতা আক্ষরিক হিংসা নয়। কবিতা একটি গল্প, কবিতা একটি নাটক কিংবা একটি চলচ্চিত্র । কবিতা একটি চিঠি। কবিতা এক অন্বেষণ, এক নিদারুণ যন্ত্রণা। দ্বিধা এবং মুখের ভাব। আবার কোন কোন ক্ষেত্রে কবিতা ব্যাপক রকমের ক্ষতি করে। কবিতায় যা বলা হয় তা শক্তিশালী হওয়া উচিত। যারা কবিতা লেখেন তাদের বলা হয় কবি। আপাতত এখন আমাকে কবি বলে মনে হচ্ছে, এই মুহুর্তে এই কবিতা সম্পর্কিত বিষয় নিয়ে আমি না লিখলে হয়তো মরে যাবো। আবার এটাও সত্য যে এত রাগান্বিত হলেও ভালো কবিতার জন্ম হয় না। এটা ভুলে গেলে চলবে না যে, একটি কবিতা পাঠককে আন্দোলিত করার আগে কবিকে আন্দোলিত করতে হবে। কেউ যা লেখে তা কবিতা নয়। ক্ষুধা কবিতা, চিন্তা কবিতা, চলমান ঘটনা কবিতা , নিজের ভালোলাগা কবিতা, অনুপ্রেরণাদায়ক আবেগ কবিতা। কবিতার ধরন…প্রগতিশীল, বিপ্লবী কবিতা, অনুভূতিপ্রবণ কবিতা, কাল্পনিক কবিতা। সর্বোপরি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় একজন লেখক হলো কবি। একজন কবি হলো লেখক। চিত্রশিল্পী সে বিভিন্ন মাধ্যমে ছবি অংকন করবেন। তিনি কখনো অংকন করবেন প্রাকৃতিক দৃশ্য, কখনো কাল্পনিক জগতের বাহু নির্ভর কৃষক। আবার কখনো মাটির তৈরি আসবাব পত্র। যিনি আকেন তিনি বিভিন্ন মাধ্যমের ছবি অংকন করবেন। ঠিক একই রূপে, একই ঘরানায় যিনি লেখেন! তিনি বিভিন্ন মাধ্যমে লেখালেখি শুরু করবেন। অর্থাৎ কবিরা/লেখকরা উপন্যাস লিখবেন, প্রবন্ধ লিখবেন, সাহিত্য লিখবেন, নাটক লিখবেন। যখন যেটা ভর করবে! যখন যে রাজ্যের ঘোর গ্রাস করবে সেটাই লিখবেন। কিন্তু কেউ কেউ মনে করেন যিনি উপন্যাস লিখছেন সে উপন্যাসী লিখবেন। যিনি নাট্যকার তিনি শুধু নাটকই লিখবেন কিন্তু না, যখন যে কাজটি করার নেশা চাপবে! আমাকে আনন্দ দিবে! আমার সেই কাজটি করা উচিত, আমার সেই বিষয় নিয়েই লেখা উচিত। দেশের প্রতিষ্ঠিত অভিনেতা মোশারফ করিম শিক্ষক কিংবা একজন ভালো চাকুরিজীবী হওয়ার জন্য ঢাকায় এসেছিলেন কিন্তু তিনি বর্তমানে সফল কমার্শিয়াল অভিনেতা। চিত্র নায়ক রিয়াজ একজন বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন কিন্তু জনপ্রিয় সফল একজন চিত্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন অতএব আমাদের স্বপ্ন এক ধরনের আর বাস্তবতার স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অন্য একটি পরিচয়ে। মন যখন যে মাধ্যমে লিখতে চায় তখন সেই সব মাধ্যমে লিখতে হবে। লেখালেখির মধ্যেই আমাদের স্থান, আমাদের অবস্থান, সমাজ সমাজের মানুষ একটা জায়গায় স্থির করবে। একটি পরিচয়ে প্রতিষ্ঠিত করে দিবে । একটি জায়গা আমাকে তৈরি করে দিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com