উত্তরা প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরা থেকে বিদেশি মদ ও ভারতীয় চোরাই মালামালসহ মো. সুজন মিয়া (৩২) ও আরিয়ান ওরফে হৃদয় (১৯) নামের দুই মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, উত্তরার কসাইবাড়ী রেলগে-সংলগ্ন এপিবিএনের গেটের সামনে থেকে গতকাল সন্ধ্যায় নরসিংদীর মৃত আব্দুর রশিদের ছেলে সুজন মিয়া ও কুমিল্লার আবু তাহেরের ছেলে আরিয়ান ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৫টি লেহেঙ্গা, ৪১টি থ্রিপিস, ৩৭টি শাড়ি, ৭টি গেঞ্জি, ৫টি বেবি সেট, ৪১২ কেজি বিভিন্ন ধরনের ইমিটেশন এবং মাদক ও চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
সিনিয়র এএসপি নোমান আহমদ বলেন, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ী ও চোরাকারবারির বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply