1. : admin :
ঈদুল আযহাকে সামনে রেখে গরু চুরি রোধে খামারীদের সাথে পুলিশের মতবিনিময় - দৈনিক আমার সময়

ঈদুল আযহাকে সামনে রেখে গরু চুরি রোধে খামারীদের সাথে পুলিশের মতবিনিময়

জাহাঙ্গীর আলম, কালিহাতী
    প্রকাশিত : বুধবার, ২৪ মে, ২০২৩

ঈদুল আযহা’কে সামনে রেখে গরু চুরি রোধে গরুর খামারী ও ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে কালিহাতী থানা পুলিশ।

বুধবার (২৪মে) সকাল ১১টায় কালিহাতী থানার আয়োজনে থানা চত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, কালিহাতী পৌরসভার মেয়র নূরনবী সরকার, এলেঙ্গা পৌরসভার মেয়র নূরে আলম সিদ্দিকী প্রমূখ। এছাড়াও
মতবিনিময় সভায় উপজেলার প্রায় শতাধিক খামারি অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
ঈদুল আযহা’কে সামনে রেখে গরু চুরি ও ডাকাতি বন্ধে নানামুখী পদক্ষেপের পাশাপাশি পুলিশি তৎপরতা বৃদ্ধির কথা তুলে ধরে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার খামারীদের উদ্দেশ্য বলেন, আমাদের কৃষি প্রধান দেশে কৃষকের মুল চালিকাশক্তি হলো গরু। খামার মালিকরা গরু লালন পালন করতে গিয়ে সারাজীবনের পুঁজি বিনিয়োগ করতেও দ্বিধা করেন না। দেশের গরু মালিকেরা অনেকেই ব্যাংক লোন নিয়ে গরু কিনে লালন পালন এবং খামার গড়ে তুলেছেন। এই গরুগুলো চুরি হলে ঐ কৃষক বা খামারি সর্বস্বান্ত হয়। চুরি রোধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com