1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমস - দৈনিক আমার সময়

ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমস

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ 
    প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমসে ফোর বল ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। ৪-২ গোলে জেতা ম্যাচে একটি গোল করেছেন অধিনায়ক স্বর্ণা আক্তার। এর আগে ২০২৩ সালে জার্মানির বার্লিনে গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিক গেমসে ফুটবলে দলের হয়ে সোনা জেতার পাশাপাশি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ময়মনসিংহের নান্দাইলের মেয়ে স্বর্ণা। আজ সোমবার (১৭ মার্চ) সকাল ৮টায় সোনাজয়ী দলটি শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এলে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। স্বর্ণা ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিভৃত পল্লী বারুইগ্রামের হতদরিদ্র কৃষক নুরু মিয়ার মেয়ে। নুরু মিয়ার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে স্বর্ণা তৃতীয়। জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্বর্ণা উপজেলা সেবা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের দশর্ম শ্রেণীতে পড়ে। স্বর্ণার বিদ্যালয়ের প্রধান শিক জিয়াউর রহমান আকন্দ জানান, ছোট থেকেই স্বর্ণার খেলাধূলায় খুব আগ্রহ। স্বর্ণা ছাড়াও তার বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন আরো আটজন শিার্থী নিয়ে গত চার বছর ধরে বেশ কয়েকবার তিনি প্রশিণের জন্য বিকেএসপিতে নিয়ে গেছেন। এখন স্বর্ণা দেশের তালিকাভুক্ত খেলোয়াড়। ইতালিতে ফোর বলে তার নেতৃত্বে খেলে স্পেশাল অলিম্পকসে সোনা জিতে বাংলাদেশ। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দলের প্রধান কোচ জাহিদ হোসেন রাজু বলেন,‘পুরো দলেই স্বর্ণা এক ব্যতিক্রম ধরনের পারপরম্যান্স খেলোয়ারের দক্ষতা দেখিয়েছেন। তার ইচ্ছাশক্তি অনেক। সব খেলাতেই তার পারপরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তার নেতৃত্বে বাংলাদেশ দল ছিল উজ্জীবিত। তাকে নিয়ে দেশ ভালো কিছু আশা করতেই পারে।’ উল্লেখ্য, বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য আয়োজিত বিশেষ এই গেমস মূলত শীতকালীন দেশগুলোর জন্য। ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় এতে অংশ নিয়েছেন। বরফের ওপর বিভিন্ন খেলা হয়। ডিসিপ্লিন মোট আটটি—আলপাইন স্কিইং, ক্রস কান্ট্রি স্কিইং, ডান্সস্পোর্ট, ফিগার স্কেটিং, ফোরবল, শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং, স্নোবোর্ডিং, স্নোশুজ।। যেসব দেশে তুষারপাত হয় না, তাদের জন্য রাখা হয়েছে ফোর বল, যা অনেকটা হকি খেলার মতো। এদিকে নান্দাইলের বাকপ্রতিবন্ধী স্বর্ণা আক্তারের সোনাজয়ে নান্দাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার সোমবার দুপুরে স্বর্ণা আক্তারকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com