নোয়াখালীর সেনবাগের আলোচিত সামাজিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, কৃতি শিক্ষার্থী ও দুরারোগ্য রোগে আক্রান্তদেরকে নগদ অর্থ প্রদান করেছেন। আজ বিকেল ৫.৩০ এ ৫ নং অর্জুনতলা ইউনিয়নের ছিলোনীয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সেমিনার হলে উক্ত নগদ অর্থ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এম জে এফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিএসসি, ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রিপন, সমাজসেবক আলি হোসেন রতন, মিজানুর রহমান চৌধুরী, হারুন অর রশিদ, আবু ইউসূফ মজুমদার সহ অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগাম বাস্তবায়ন কমিটির সদস্যসচিব দূর্জয় ফরহাদ।
অনুষ্ঠানে ৫নং অর্জুনতলা ইউনিয়নের দড়ি গৌরকাটা গ্রামের হাজারী বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে এছাড়া বিভিন্ন ওয়ার্ডের দুরারোগ্য রোগে আক্রান্ত গরিব ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। এর আগে প্রতিবছর লাখপতি নির্বাচন করে অসহায় ব্যাক্তিদের স্বাবলম্বী করার জন্য নগদ এক লক্ষ টাকা করে প্রদান করে সাড়া জাগিয়েছেন সৈয়দ হারুন ফাউন্ডেশন।
Leave a Reply