অদ্য বিকাল ৩.৩০ ঘটিকায় মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম( এম টি এফ) এর নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের বৈঠক রাজধানীর বাংলামটরে এন ডি এফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।বৈঠকে ২০২৫-২৬ইং সেসনের জন্য কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।কর্মপরিষদ ও নির্বাহি পরিষদের সভাপতি মো সোহেল রানা, সেক্রেটারি জেনারেল মু রিপন সিকদার, সাংগঠনিক সম্পাদক মো মোশারফ হোসেনসহ ৫৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি সর্বসন্মতিক্রমে অনুমোদন হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম এর কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা মাহমুদ হোসেন।তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে এবং নৈতিক মুল্যবোধ নিয়ে দায়িত্ব পালনের আহবান জানান।নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সারা দেশের মেডিকেল টেকনোলজিস্টদের আস্থা ধরে রেখে আকাংখা পুরনের সর্বাত্মক চেস্টা চালানোর কথা ব্যাক্ত করেন।মাননিয় স্বাস্থ্য উপদেস্টা মহোদয় ঘোষিত জাতীয় দাবী বাস্তবায়নে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুতির কথা বলেন।নব মোননিত সেক্রেটারি জেনারেল দীর্ঘদিনের পেশাগত বৈষম্য দূর করার চলমান কার্যকরী পদক্ষেপ অব্যাহত রাখার ঘোষনা দেন।বিশেষ করে ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতিকরনে শেষ পর্যায়ের কাজ সম্পন্ন করতে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়াসহ দুর্নিতি প্রতিরোধ ও পেশাগত দক্ষতা উন্নয়নে সংগ্রাম চালানোর কথা বলেন।এন ডি এফ এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ভাসকুলার সার্জন ডা জিয়াউল হক উপস্থিত ছিলেন।অন্যান্য নির্বাহী সদস্যেদের মধ্যে সিনিয়র সহসভাপতি মিয়া মু গোলাম মাওলা, সহ সভাপতি নুরুজ্জামান হাওলাদার সোহেল, জয়েন্ট সেক্রেটারিদের মধ্যে রফিকুল ইসলাম, নাজমুল হুদা, সালেহিন আবেদিন তানিম, শহিদুল্লাহ,মাসুম রেজা,অর্থ সম্পাদক আব্দুল আউয়াল, এডুকেশন সেক্রেটারি ইসমাইল হোসেন, কালচারাল সেক্রেটারি আবুল হাসানাত এবং উপদেস্টা আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।
Leave a Reply