বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সফল বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতি এখন আর আগের মতো নেই। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতিকেও হতে হবে সুশৃঙ্খল, জনবান্ধব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ। জনগণের কল্যাণ ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রাজনীতি করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার রাজনীতি করে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে এই দল কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে।
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ধুমপাড়া ঈদগাঁ মাঠে হাজ্বী জমির আহমদ সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের আগে প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী স্থানীয় জাফর আলী মালুম জামে মসজিদে মুসল্লিদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি ও ৩৮ নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজী মোঃ কামাল উদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মোঃ সালাউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ হোসেন। এছাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং সর্বস্তরের এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এবং বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের এলাকাবাসীর জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বর্তমান বিএনপির কাণ্ডারী, দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply