পৃথক পাঁচ মামলায় জামিন চেয়ে করা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের আবেদনের শুনানি আজ রবিবার দুপুর সোয়া দুইটায় অনুষ্ঠিত হবে।
আজ সকালে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সময় নির্ধারণ করেন।
তিন মাস ধরে কারাগারে থাকা খায়রুল হক পাঁচ মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নাকচ হওয়ার পর উচ্চ আদালতে পৃথকভাবে জামিন আবেদন করেন।
২০ অক্টোবর আবেদনগুলো শুনানির জন্য উত্থাপন করা হয়। আদালত সেদিন আবেদনগুলো ২৬ অক্টোবরের কার্যতালিকায় রাখার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আজ কার্যতালিকার ৯৮২ থেকে ৯৮৬ নম্বর ক্রমিকে আবেদনগুলো ওঠে।
আজ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আদালতে আবেদনের বিষয়টি উল্লেখ করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও মোনায়েম নবী শাহীন। মনসুরুল হক চৌধুরী আদালতকে জানান, আবেদনগুলো কার্যতালিকার ৯৮২ থেকে ৯৮৬ নম্বরে রয়েছে এবং আজই শুনানির জন্য নির্ধারণের অনুরোধ জানান।
খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। তাঁর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেন, যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়।
গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
Leave a Reply