1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হিলিতে বিদুৎ স্পৃষ্টে নিহত-১আহত হয়েছে ৬ জন  - দৈনিক আমার সময়

হিলিতে বিদুৎ স্পৃষ্টে নিহত-১আহত হয়েছে ৬ জন 

কৌশিক চৌধুরী  হিলি
    প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুকুরের পানি নিষ্কাসন (সেচতে) গিয়ে অসাবধানতার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে পুকুরের মালিকসহ ৫-৬ জন শ্রমিক আহত হয়েছে। ঘটনা স্থল আহতদের উদ্ধার করে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদ (৬৫) কে মৃত ঘোষণা করেছেন। এঘটনায় আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতাল কতৃপক্ষ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ২ঃ ৩০ মিনিটের দিকে উপজেলার আলিহাট ইউনিয়নের হরিহরপুর পাকা রাস্তা থেকে ইশবপুর যাওয়ার পথে জনৈক মুশফিকুর রহমানের পুকুরের পানি সেচতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ (৬৫) অত্র এলাকার কাদিপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে।
এঘটায় আহতরা হলেন, একই এলাকার জামাত আলীর ছেলে মুশফিকুর রহমান (৫০), আব্বাস আলীর ছেলে আকরাম আলী  (৭০), আসাদ মিয়ার ছেলে আঃ আহাদ (৪০), বিশ্বনাথ উড়াও এর ছেলে সমা উড়াও (৫৫) ও বিজয় উড়াও (৪০)। এদের মধ্যে আকরাম আলী ও সমা উড়াও কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অত্র এলাকার ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু মুঠোফোনে বলেন, আজ বিকেলে মুশফিকুর রহমানের পুকুরে মটর লাগিয়ে পানি সেচতে ছিলো মুশফিকুর রহমান সহ কয়েকজন শ্রমিক। পানি সেচা শেষে ১০ ইঞ্চির পাইপ তুলতে গিয়ে অসাবধানতা বসতঃ পাইপটি বিদ্যুৎ এর মেইন তারে পড়ে যায়। এসময় বিদ্যুৎ এর তার ছেঁড়ে পড়ে ঘটনা স্থলে থাকা ব্যক্তিরা আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত ঘোষণাকরেছেন। মালিক মুশফিকুর রহমান জয়পুরহাট কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর যাবে।  মৃতদেহ বর্তমানে তার বাড়িতে রয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমা উড়াও (৫৫) বলেন, মালিক সহ আমরা কয়েক জন শ্রমিক পুকুরের পানি সেচতে ছিলাম। কাজ শেষে পাইপ তুলতে গিয়ে বিদ্যুৎ এর মেইন তারের উপর পরে যায়। বিদ্যুৎ এর তার ছেঁড়ে আমাদের উপরে পরলে ঘটনা স্থলে আমরা আহত হই।
হাসপাতালের জরুরী বিভাগে দ্বায়িত্বরত জাহিদ ইকবাল রেজিস্টার তথ্য মতে বলেন, আজ বিকেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কয়েক লোক হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদ কে মৃত্যু ঘোষণা করেন এবং দুই জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com