কুষ্টিয়ায় র্যাবের অভিযানে জেল পলাতক আসামি গ্রেপ্তার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি \ কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মোঃ মিঠুন ইসলাম(২৬) নামে এক জেল পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। গত মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পান্টি (কারিগরপাড়া) এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঐ এলাকার মৃত আবু মুসা ওরফে আবু মুন্সির ছেলে। র্যাব জানায়, চলতি বছরের গত ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় গত ১৪ আগষ্ট কুষ্টিয়া সদর মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০। পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পান্টি (কারিগরপাড়া) এলাকা হতে পলাতক আসামি মোঃ মিঠুন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply