সমাজসেবা অধিদপ্তর বরিশাল বিভাগের আন্ত:প্রাতিষ্ঠানিক বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সরকারি শিশু পরিবার (দক্ষিণ) এই আন্ত:প্রাতিষ্ঠানিক বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-এ-এলাহী, স্থানীয় সরকার উপ-পরিচালক দীনেশ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সরকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ, কে, এম, আখতারুজ্জামান তালুকদার সহ বিভাগের সকল জেলার উপ-পরিচালকবৃন্দ ও সমাজসেবা অধিদপ্তর বরিশালের উধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।
Leave a Reply