1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে সড়কের পাশে মিলল পরিবহন শ্রমিকের লাশ.! হত্যা দাবী পরিবারের  - দৈনিক আমার সময়

শ্রীপুরে সড়কের পাশে মিলল পরিবহন শ্রমিকের লাশ.! হত্যা দাবী পরিবারের 

আলফাজ সরকার,গাজীপুর
    প্রকাশিত : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
গাজীপুরের শ্রীপুরে একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে শরিফ মিয়া নামে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে নিহতের স্বজনরা।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে  উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের বড়পানি এলাকার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শরীফ মিয়া (৩০) উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের মো. সিরাজউদ্দীনের ছেলে। তিনি একজন পরিবহন শ্রমিক।
নিহত শরীফের স্ত্রী আলো বেগম বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমার স্বামীকে কেউ একজন ফোন করলে সে বাড়ি থেকে বের হন তিনি। রাত অনেক হলেও বাড়ি না ফেরায় মোবাইলে ফোন দিলও বন্ধ পাওয়া যায়। গভীররাত থেকে বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। সকাল ১০টার দিকে আমার মামা শ্বশুর জালালুদ্দিন সকালে গরু চড়াতে গিয়ে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখতে পায়।
 তিনি আরও বলেন, আমার ধারণা পূর্ব শত্রুার জেরে কেউ আমার স্বামীকে মোবাইল ফোনে সুকৌশলে ডেকে এনে খুন করেছে।
নিহতের মামা জালালুদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে গরু চড়াতে গিয়ে রাস্তা পাশে কিছু পড়ে আছে এরকম দেখতে পেয়ে কাছে গিয়ে মরদেহ দেখতে পায়। এসময় শরীফের মরদেহ সনাক্ত করি। পরে শ্রীপুর থানা পুলিশকে খরব দিলে ঘটনা এসে লাশ উদ্ধার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com