গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন এলাকায় ঢাকা–ময়মনসিংহ রেলপথের পাশ থেকে অজ্ঞাত নামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোরের দিকে শ্রীপুর রেলস্টেশন থেকে উত্তর দিকে গাড়ারণ এলাকায় রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান।
স্থানীয়দের ভাষ্য, গাড়ারনের মনিরের বাড়ি সংলগ্ন রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে, এখন পর্যন্ত এলাকার কেউ তাকে শনাক্ত করতে পারেননি। খবর পেয়ে শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান ঘটনার বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান।
স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, “স্টেশনের উত্তর দিকে গাড়ারণ এলাকায় ৩৩২/৮ থেকে ৯ নাম্বার পিলারের মধ্যবর্তী স্থানে রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।”
Leave a Reply