1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের!   - দৈনিক আমার সময়

শ্রীপুরে মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের!  

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
গাজীপুরের শ্রীপুরে টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হাজী রিয়াজ খান নামের অবসরপ্রাপ্ত এক বিডিআর সদস্যদের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলের  দিকে ঢাকার সিএমএস-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালের দিকে দিকে উপজেলার শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ খান (৭০) পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মোজাম্মেল হোসেন খাঁ-র গ্রামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজী রিয়াজ খান নিজ মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে গোসিংগা এলাকায় তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। উপজেলার কর্নপুর জঙ্গলের মোড়ে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা শ্রীপুরগামী একটি টমটমের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। টমটমচালক অমনোযোগী অবস্থায় রং সাইডে চলে এলে এই সংঘর্ষ হয়। এতে হাজী রিয়াজ খান মাথা ও ডান পায়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় সিএমএস-এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বলেন,’মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে জানাতে পারবো। একই সাথে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com