ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাসের চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মাওনা উড়াল সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ঘাতক তাকওয়া পরিবহনের দুটি বাস ভাঙচুর করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় ১৫ মিনিট অবরোধ করে রাখার পর পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে শিশুসহ তিনজন মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি তাকওয়া পরিবহনের মিনিবাস তাদের চাপা দেয়। এতে ৩ বছর বয়সী শিশু রায়হান এবং ১৫ বছর বয়সী সৌরভসহ অজ্ঞাতপরিচয় আরও একজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশু রায়হানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত ব্যক্তিকে ঘটনার পরপরই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন,’ দুর্ঘটনায় দু’জনকে হাসপাতালে আনা হয়েছিল। এরমধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ময়মনসিংহে রেফার করা হয়েছে। এখন কি অবস্থা তা স্বজনদের সাথে কথা বলে জানা যাবে।’
মাওনা হাইওয়ে থানার(ওসি) মো. কামরুজ্জামান মুঠোফোনে বলেন,’ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আহতদের খোঁজ খবর নেওয়া হয়েছে। এছাড়াও ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে। লোকজন কিছুসময় সড়ক অবরোধ করে রেখেছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। আহত পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
Leave a Reply