1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ! পুড়েছে সাইনবোর্ড-কাগজ - দৈনিক আমার সময়

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ! পুড়েছে সাইনবোর্ড-কাগজ

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় ৩টি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ব্যাংকের সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে গেছে।

রোববার গভীর আড়াইটার দিকে উপজেলার বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় ওই পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন ও গ্রামীণ ব্যাংক মাওনা বাজার শাখার ব্যবস্থাপক রেহেনা বেগম সুত্রে জানা যায়, মাওনার ওই শাখার বেশির ভাগ কমকর্তা-কর্মচারী ব্যাংকের ভেতরেই রাতেও থাকেন। রোববার গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে সাত-আটজন যুবক অতর্কিতভাবে এসে পরপর তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। একটি পেট্রলবোমা সীমানা প্রাচীরের ভেতর ও দুটি বোমা সীমানা ঘেঁষে বিস্ফোরিত হয়। এতে ব্যাংকের সাইনবোর্ড ও জানালায় আঘাত করে ভেতরে চলে আসে। এতে সাইনবোর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। পরে কর্মকর্তা-কর্মচারীদের ডাকচিৎকারে আশপাশের লোকজন আসে। তারা আগুন নিয়ন্ত্রণে নিভিয়ে ফেলে।

প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক বলেন,’প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত সোয়া আড়াইটাট দিকে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে তিনি আতঙ্কিত হয়ে উঠে বসেন৷ পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বাইরে যান। এসময় মুল ফটকে আগুন দেখতে পান। পেট্রোল বোমা নিক্ষেপের এঘটনায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্থ হলেও অন্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, সব জায়গায় পুলিশের টহল জোরদার রয়েছে। হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে সুযোগ পায়নি। তিনি নিশ্চিত করেন, ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আটক করার চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com