রাজধানীর মিরপুর ১ নম্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ২ নম্বর গেটের সামনে ও দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রাস্তায় প্রতিদিন জলাবদ্ধতা ও দূষণে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
পরিদর্শনে দেখা গেছে, পাশেই থাকা ময়লার ভাগাড় ও গাড়ি ধোয়ার স্থানে ব্যবহৃত নোংরা পানি সড়কে জমে থাকে। এ পানি দীর্ঘ সময় ধরে নিষ্কাশন না হওয়ায় পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও শিশু একাডেমি (ঢাকা জেলা কার্যালয়, ১৯০/১, ২য় কলোনি, মিরপুর-১)-এর কোমলমতি শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের এক শিক্ষক বলেন,‘বৃষ্টি না হলেও পানি জমে থাকে। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি পেরিয়ে প্রতিদিন শিক্ষার্থীদের স্কুলে আসতে হয়। কেউ কেউ পড়ে গিয়েও আহত হচ্ছে।’
১০ নম্বর ওয়ার্ডের ঢাকা উত্তর সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারের পাশেও একই সমস্যা বিরাজমান। এলাকা ঘুরে দেখা গেছে, ময়লার গাড়ি ধোয়ার ফলে রাস্তা সর্বক্ষণ ভেজা ও পিচ্ছিল থাকে। অনেক সময় এসব রাস্তা দিয়ে শিশু একাডেমির ছোট বাচ্চারা হেঁটে যাতায়াত করে, যা তাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
দূষণ থেকে মুক্তি চায় এলাকাবাসী
স্থানীয় বাসিন্দারা জানান, এই সমস্যা দীর্ঘদিনের হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বিশেষ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রতিদিন দেশ-বিদেশ থেকে অনেক মানুষ ঘুরতে আসেন, কিন্তু রাস্তার এমন করুণ অবস্থা দেখে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া জানান।
এক অভিভাবক বলেন,‘এটা শুধু একটি রাস্তার সমস্যা নয়, এটা শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার বিষয়। কোমলমতি শিশুদের নিরাপদে স্কুলে যাওয়া একটি মৌলিক অধিকার। সেই পরিবেশটুকু চাই।’
এলাকাবাসীর দাবি, রাস্তার উন্নয়ন, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা ও ভাগাড় ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ নিক সিটি করপোরেশন।
Leave a Reply