কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে অবৈধভাবে গড়ে তোলা ভবন উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-কউক। আজ সকালে শহরের সৈকতপাড়া এলাকায় অনুমোদনহীন একটি তিনতলা নির্মাণাধীন ভবন উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কউক সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। কউকের অনুমোদন
না নিয়ে অবৈধভাবে ভবনটি নির্মাণ করা হয়েছে জানিয়ে কউক সচিব বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় কউক কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা
উপস্থিত ছিলেন।
Leave a Reply