লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল হয়েছে।
রোববার সকাল ১১ টায় কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মিছিলে নবগঠিত কমিটির সভাপতি রনি, সাধারণ সম্পাদক নোবেল এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিরর নেতৃত্ব দেন। এতে জেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল আল মামুন।
তাঁরা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় ছাত্রদল নেতারা জানান, নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply