এ উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
লক্ষ্মীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী কামরুর সভাপতিত্বে এবং হুমায়ূন কবির জুয়েলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী আরিফ ও রেডক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন নীরব মহামারি। জীবনযাপনে অনিয়ম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থূলতা এবং শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিস বৃদ্ধির অন্যতম কারণ। সচেতনতা, শৃঙ্খলা ও জীবনধারায় পরিবর্তনের মাধ্যমেই এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।
পরে একটি র্যালি হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর–রামগতি সড়কের একটি অংশ প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার শতাধিক মানুষ অংশ নেন।
Leave a Reply