1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লক্ষ্মীপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার - দৈনিক আমার সময়

লক্ষ্মীপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. আকতার হোসেন।

বুধবার রাত ৯ টার দিকে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন উপলক্ষে জেলার পৌর শহরের পূজার পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, পৌর প্রশাসক জসীমউদ্দিন প্রমুখ।

পূজামণ্ডপে আগত ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, অগ্নিনির্বাপণ প্রস্তুতি এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

পরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবার দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”

প্রতিটি মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ভিজিল্যান্স টিমসহ পূজার নিরাপত্তায় র‍্যাব, পুলিশ আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ সময় পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, “জেলার উপজেলাসহ পুরো জেলায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে মণ্ডপ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।”

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এমন তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক ভূমিকার কারণে এবার লক্ষ্মীপুরে পূজার উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com