৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের দেওয়া হবে বিনামূল্যে টিকা
লক্ষ্মীপুরে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫। এবারের কর্মসূচির আওতায় জেলার ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে—বিনামূল্যে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
তিনি বলেন, “শিশুদের সুরক্ষায় সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে, তাই আমাদের সবাইকে সচেতনভাবে এই ক্যাম্পেইনে অংশ নিতে হবে। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতাই এই উদ্যোগকে সফল করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা।
আয়োজনে ছিলেন জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এটি বাচ্চাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। সময়মতো টিকা গ্রহণ করলে এই রোগ থেকে সহজেই প্রতিরোধ গড়া সম্ভব। তাঁরা সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
Leave a Reply