1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মানুষ মনে করে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান: টুকু - দৈনিক আমার সময়

মানুষ মনে করে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান: টুকু

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত দিকে একটি সরকার প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিল। সেই দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার এ দেশের সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা জনগণের সঙ্গে কথা বলে তাদেরই নির্যাতন করেছে। দেশের সাধারণ মানুষ নিয়ে তারা কখনও চিন্তা করেনি। কিভাবে টেকসই উন্নয়ন হয় ও মানুষের উপকার হয় তা কখনও ভাবেনি। বিভিন্ন উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে।,,

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ী এলাকার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর ধসে যাওয়া সংযোগ সড়ক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।,,

টুকু বলেন, এ দেশের মানুষ মনে করেন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। মানুষের কল্যাণে কাজ করব। তারই ধারাবাহিকতায় বুধবার থেকে ধসে যাওয়া সংযোগ সড়ক মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড, এলজিইডিসহ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করেছি। এছাড়াও টেকসই উন্নয়নের জন্য টাইম টু টাইম খোঁজখবর রাখছি।,,

তিনি আরও বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান প্রান্তিক পর্যায়ের মানুষের স্বার্থে কাজ করেছেন। আমিও তার আদর্শ অনুসরণ করি। আমি যদি আগামীতে আল্লাহর রহমত ও জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে চরাঞ্চলের মানুষের স্বার্থে সার্বিক উন্নয়ন করব। আমি অনেক আগে থেকেই চরাঞ্চল ঘুরতে শুরু করেছি। চরাঞ্চলের মানুষের কী প্রয়োজন? তাদের জীবনমান উন্নয়নে কী কী কাজ করতে হবে, সেই তালিকা করেছি। আমাদের কাজে কোনো দুর্নীতি হবে না।,,

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাভু প্রমুখ।

নদী পারাপারের জন্য সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে দুইটি নৌকা দেওয়া হয়েছে।,,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com