ময়মনসিংহ নগরীর বলাশপুর পালপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বপন মিয়া (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় নগরীর বলাশপুর পালপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান দেখে স্বপন মিয়া পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়। এ সময় আসামি স্বপন মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত টাউজারের পকেট থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক’ সার্কেল এর পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির বলেন, গ্রেপ্তারকৃত আসামী মোঃ স্বপন মিয়া (২৭) নিজ দখলে অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৯(১) এর (খ) ধারা লংঘন করে একই আইনের ৩৬(১) এর সারণী ১০ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করার জন্য আবেদন হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তদন্তের ব্যবস্থা করবেন।
Leave a Reply