দিনাজপুরের বীরগঞ্জে খুচরা সার বিক্রেতাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দিনাজপুর জেলার ক্ষুদ্র সার ব্যবসায়ী গ্রুপের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ অক্টোবর) শনিবার সকাল ১১ টায় বীরগঞ্জ শালবন মিলনায়তনে
দিনাজপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: নুর আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ ব্যবসায়ী আব্দুল খালেক, শফিকুল ইসলাম, কাশেম আলী, মোঃ মহবুল।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,“খুচরা সার বিক্রেতারা কৃষি উৎপাদনের অন্যতম চালিকাশক্তি। কৃষকের হাতে সার পৌঁছে দিতে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। সার ব্যবসার সঙ্গে জড়িত প্রত্যেকের স্বোচ্ছতা, দায়িত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে এ খাতকে আরও শক্তিশালী করতে হবে। সরকার কৃষকবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে, আর সেই প্রচেষ্টাকে সফল করতে খুচরা সার বিক্রেতাদেরও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন,“দিনাজপুর জেলা ক্ষুদ্র সার ব্যবসায়ী গ্রুপ এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগের মাধ্যমে সার বিক্রেতারা তাদের সমস্যা ও দাবি প্রশাসনের কাছে তুলে ধরতে পারবেন এবং ভবিষ্যতে আরও সুষ্ঠু ও ন্যায্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে বলে আমি আশা করি।”
………………………………………..
……………………………………….
বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে তিথি রায়(২৩) নামে হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় সকলের অজান্তে তাদের রান্নাঘরে তিথি’র ব্যবহৃত ওড়না পেচিয়ে নিজেকে আত্মহত্যা করে।
তিথি রায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর বিলপাড়া গ্রামের মৃত রঘুনাথ মাষ্টারের মেয়ে।
তিথির মা রঞ্জনা রায় জানান, ভার্সিটিতে অধ্যানরত অবস্থায় একটি ম্যাচে থাকা কালে গত জুলাই মাসে একই ভাবে তার রুমমেট ও বান্ধবী আত্মহত্যা করেছে, তখন থেকেই তিথি অনেকটা ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করত।
তাকে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে অনেক চিকিৎসাও করা হয়েছে কিন্তু শেষ রক্ষা হলো না।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার হারুন উর রশীদ (রইস্যা) দুঃখ প্রকাশ করে বলেন পিতৃহীন একজন মেধাবী বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় গভীর শোক চলছে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এস আই রায়হান সঙ্গীয় ফোর্স সহ বিকেল ৪ টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরত হাল রেকর্ড করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Leave a Reply