চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে(৫৯ বিজিবি)।
শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, (৫৯বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
অধিনায়ক লে. গোলাম কিবরিয়া জানান, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ এনে সন্ত্রাসীরা যাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না রাখতে পারে, সেই লক্ষেই সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে।যার কারনেই বৃহস্পতিবার আজমতপুর সীমান্তের ১৮২/৩ এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে বিশেষ অভিযানে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি । শুক্রবার মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, গত ৩ বছরে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ টি দেশি -বিদেশি পিস্তল,৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি’র সদস্যরা। আটক হয়েছেন ১৫জন।
(৫৯বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, অস্ত্র মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।
Leave a Reply