২৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় দক্ষিণখান থানাধীন গাওয়াইর কাজী বাড়ি এলাকায় বিএনপি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করে মরহুম বাংলাদেশের সাবেক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহ্বায়ক ও ঢাকা ১৮ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এম. জাহাঙ্গীর হোসেন।
সভায় সভাপতিত্ব করেন বিমানবন্দর থানা বিএনপি’র আহ্বায়ক মোঃ মনির ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে এস.এম. জাহাঙ্গীর হোসেন দেশের বর্তমান পরিস্থিতি এবং দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি এলাকার স্থানীয় সাধারণ জনগণের সমস্যার কথা শুনেন এবং সমস্যা গুলো সমাধান করার আশ্বাস দেন।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক, যুবদল, দক্ষিণখান থানার মাসুদ আলম মিঠু এবং সাবেক সাধারণ সম্পাদক, যুবদল, বিমানবন্দর থানার আলমগীর হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যারা তাদের মতামত ও সাংগঠনিক প্রস্তাবনা তুলে ধরেন। সভাটিতে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ভবিষ্যতে আরও জোরদার কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply