1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব  - দৈনিক আমার সময়

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব 

নাজমুল ইসলাম মন্ডল
    প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
পবিত্র কুরআনের হাফেযদেরকে উৎসাহ দেওয়া এবং তাদেরকে বিশেষ সম্মাননা প্রদানের লক্ষ্যে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ১৩ তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত শাখাসমূহের ১,৭১৫ জন হাফেয শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ, পাগড়ি/স্কার্ফ, অ্যাওয়ার্ড ব্যাগ প্রদান করা হয় এবং সেই সাথে তাদের পিতা-মাতাকেও সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় ও অন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, কুরআন গবেষক, হাজার-হাজার হাফেযদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে তানযীমুল উম্মাহর এই বর্ণিল আয়োজন। সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে কোমলমতি শিক্ষার্থীরা। তাদের বেশিরভাগই ছিল পবিত্র কুরআনের হাফেয।
হাফেয ছাত্রদের পরনে সাদা জুব্বা আর মাথায় সাদা পাগড়ি; হাফেয ছাত্রীদের পোষকে আকাশের নীল ও সাদার কম্বিনেশন। সবার কাঁধে তানযীমুল উম্মাহর নাম ও লোগোসম্বলিত উত্তরীয়; এ যেনো এক সুশোভিত জান্নাতি ফুলের বাগান। বর্ণিল সাঝে সাজানো অনুষ্ঠানস্থল। সুবিশাল আয়তনের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে দৃষ্টি নন্দন শোভা বর্ধন করেছে কুরআন-হাদীসের বাণীতে রং-বেরঙের অত্যাধুনিক ডিজাইনের নানান ব্যানার-ফেস্টুন। শুরু থেকেই বিভিন্ন সুরে সুললিত কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের সুরের র্মূছনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল; শিক্ষার্থীদের কন্ঠে মনোমুগ্ধকর হামদ-নাত ও ইসলামী সংগীত, বক্তৃতা, আলোচনা, কবিতা আবৃতিসহ চমৎকার পরিবেশনায় সকলের মন কাড়ে।
তানযীমুল উম্মাহ‘র এ আয়োজনে বিশিষ্ট আলেমদের মধ্যে সকাল থেকে উপস্থিত হয়ে যারা অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন
আর্ন্তজাতিক খ্যাতিমান মুফাসসিওে কুরআন ড. মিজানুর রহমান আজহারী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা  আ. খ. ম. খালিদ হোসেন, চট্টগ্রাম আন্দারকিল্লা শাহী জামে মাসজিদের খতীব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ জাবেরী আল-মাদানী, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী আহমাদত বিন ইউছুফ, আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সামসুল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফেয ড. এ. বি. এম হিযবুল্লাহ, বাংলাদেশ মাদরাসা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. হেদায়েতুল্লাহ, বাইতুল মুকাররম জাতীয় মাসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল খলিলুর রহমান মাদানী, উত্তরা কেন্দ্রিয় মসজিদের খতিব ড. রফিকুল ইসলাম মাদানী, বিশিষ্ট্য ইসলামীক স্কলার,গবেষক ও লেখক ড. মীর মঞ্জুর মাহমুদ, উল্টর বাড্ডা কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. আনোয়ার হোসাইন মোল্লা, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যাপক মুফতি ড. আবু ইউছুফ খান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ডিন ড. ওয়ালী উল্লাহ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাদিলাতুশ শায়খ হাফেয আব্দুল হক, তা‘লিমুল কুরআন ট্রাস্টের সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, নরসিংদী জামেয়া কাসেমীয়া মাদরাসার সাবেক ভাইস-প্রিন্সিপাল ফাদিলাতুশ শায়খ হাফেয মাহমুদুল হাসান মাদানী, বাংলাদেশ মাদরাসা বোর্ডের চেয়ারম্যান মিঞাঁ মো. নুরুল হক, তামীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, গাওসুল আজম জামে মসজিদের খতিব ড. ওয়ালীউর রহমান খাঁন, সোবহানবাগ জামে মসজিদের খতীব ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাহ ওয়ালীউল্লাহ, মিসবাহুল উলুম কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল ফাদিলাতুশ শায়খ মুহাম্মাদ শাহজাহান মাদানী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট সেক্রেটারি মনিরুজ্জামান ভূইঁয়া, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. হিফযুর রহমান, লেকচার পাবলিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান, আল ফাতাহ পাবলিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, মুহাম্মাদ আব্দুল আলীম, সিনিয়র ডিরেক্টর আ. ন. মু. রাশিদুল ইসলাম সায়েম, মুহা. আসলাম মিয়া, ডিরেক্টর মুহাম্মাদ হাবীবুল্লাহ অল-আমিন, আ. খ. ম. মাসুম বিল্লাহ, এইচ. এম আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান ফেরদৌস, নুরুল আবছার ভূঁইয়া, এম.এম রবিউল ইসলাম, মো: সাইয়েদুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ, শাখাপ্রধান, শাখাসহকারী, আমিনুল হিফয, সাংবাদিক, শুভাকাক্সক্ষী, শতশত অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com