1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বন্দর থানার অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার তিন আসামি গ্রেফতার - দৈনিক আমার সময়

বন্দর থানার অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার তিন আসামি গ্রেফতার

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) বন্দর থানার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আমির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর সকালে নিমতলা বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন—

১. রিয়াদ (২৭), পিতা-মৃত জিয়াউর রহমান, মাতা-রাসেদা বেগম, সাং-মাতব্বরহাট, চৌকিদার বাড়ি, থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুর। বর্তমানে তিনি চট্টগ্রামের ইপিজেড থানাধীন ফ্রি-পোর্ট এলাকার নান্টু কলোনীতে বসবাস করছেন।

২. মোঃ রুবেল হোসেন (৩৫), পিতা-নুর খা, মাতা-মোছাঃ নয় বডু, সাং-০৯নং বালিয়াতলী ভাসগী, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা। বর্তমানে তিনি বন্দরটিলা আলীশাহ মসজিদ গলি, নাদির শাহ কলোনী, ইপিজেড, চট্টগ্রামে অবস্থান করছেন।

৩. আরিফ হোসেন মুন্না (২৩), পিতা-মোঃ জুয়েল, মাতা-ফাতেমা বেগম, সাং-মধ্যম বাগডা, তোফায়েল আহম্মদের বাড়ি, ০৪নং ওয়ার্ড, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালী। বর্তমানে তিনি ভাসমান অবস্থায় চট্টগ্রাম এলাকায় অবস্থান করছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সকাল আনুমানিক ১০টার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানার মামলা নং-০৩, তারিখ-০৫/১১/২০২৫ ইং, ধারা-৩৯৯/৪০২ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বন্দর থানার ওসি জানান, অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকায় অপরাধ দমন কার্যক্রম অব্যাহত রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com