“জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো” এই প্রতিপাদ্য নিয়ে আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে পিরোজপুর জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান। তিনি বলেন, “টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশুরা এ রোগ থেকে সুরক্ষিত থাকতে পারে।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. সাজিয়া নওশীন (বিশ্ব স্বাস্থ্য সংস্থা), ডা. অনিন্দিতা কর (সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা), মো. হাসিবুল ইসলাম (ব্র্যাক জেলা সমন্বয়ক) ও সঞ্জয় মজুমদার (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক)। প্রেস কনফারেন্সে জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলার সকল ইউনিয়ন, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান, “একটি টিকা বাঁচাতে পারে একটি জীবন”-তাই নির্ধারিত সময়ে সন্তানদের টিকা নিশ্চিত করতে হবে।
Leave a Reply