পর্যটকদের বেশি দামে বাসি খাবার পরিবেশনের দায়ে শহরে বিভিন্ন রেস্তোরাঁয় কউকের অভিযান।
পর্যটন নগরী কক্সবাজারে হোটেল মোটেল জোন ও শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) এ অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, বাসি মুরগির মাংস, পুড়া তেল অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৪ টি নামি-দামি রেস্তোরাঁকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুগন্ধা পয়েন্টের দারুচিনি রেস্তোরাকে ৩০ হাজার, কলাতলী ফ্রেশ ইন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা, কলাতলী রেস্তোরাঁকে ২০ হাজার এবং কলাতলী স্যান্ডি বীচ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে, তাদেরকে সতর্ক করা হয়। এর আগে ঝাউতলা জনপ্রিয় হোটেল জামানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পর্যটক সহ স্থানীয় ভুক্তভুগীরা জানান,
এদেরকে বার বার সতর্ক করার পরে ও তাদের কোন পরিবর্তন নেই। এজন্য, আমাদের একটাই দাবী, জনস্বার্থে এসব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া উচিত।
এই হোটেলেগুলোতে আগেও একাধিক বার জরিমানা করা হয়েছিল কিন্তু তারা এখনো সংশোধন হচ্ছে না-অনেকেই মনে করেন, এভাবে চলতে থাকলে বন্ধ করে দেওয়া দরকার। কউক সচিব বলেন,
এই অভিযান শহরে নিয়মিত চালানো উচিত এবং এ ধারা সব সময় অব্যহত থাকবে।
Leave a Reply