1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
না ভোট মানেই ভারতের দালালি’ আপনাদেরও হাসিনার মতো ডিল করব: সাদিক কায়েম - দৈনিক আমার সময়

না ভোট মানেই ভারতের দালালি’ আপনাদেরও হাসিনার মতো ডিল করব: সাদিক কায়েম

অনলাইন ডেক্স
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

একটি রাজনৈতিক দল ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দাবি করে তাদের সঙ্গে শেখ হাসিনার মতো ‘ডিল’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।”

তিনি বলেছেন, ‌‘আমাদের কষ্ট লাগে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা আজকে ইনিয়ে বিনিয়ে ” না” এর পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা কোনো ‘হ্যাঁ’ এর ডায়লগ দেখতে পাই না। তাহলে আমরা কি ধরে নেব আপনারা ‘না’ এর পক্ষে অবস্থান নিচ্ছেন? ‘না’ মানে হলো হাসিনা। ‘না’ মানে হচ্ছে মোদি। না ভোট মানেই ভারতের দালালি। ‘না’ মানে হলো হাসিনার যে ফ্যাসিবাদী কাঠামো সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া।”

সাদিক কায়েম বলেন, “আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি, হাসিনাকে যেভাবে লাত্থি দিয়ে ভারতে পাঠাই দিছি, ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করব। সুতরাং আপনারা অবস্থান পরিষ্কার করেন, এখনো সময় আছে। আমরা আশা করব আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন।”

দেশের পাঁচ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদের’ আয়োজনে বৃহস্পতিবার বিকালে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালানোর এ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই প্রজন্ম বেঁচে থাকতে ফ্যাসিবাদি রাজনীতি ও ‘না’-এর পক্ষে যারা ‘দালালি’ করছে তাদের কোনো জায়গা দেওয়া হবে না।’

সবশেষে সাদিক কায়েম সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিটি গ্রাম ও মহল্লায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাতে হবে।’

এই গণজমায়েতে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) জিএস সাঈদ বিন হাবীব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) জিএস মাজহারুল ইসলাম।”

এছাড়া সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এএম সরওয়ারউদ্দিন চৌধুরী এই গণজমায়েতে অংশগ্রহণ করে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com