1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের অভিযানে মান্দুরা ও বৃন্দাবন বস্তি থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার - দৈনিক আমার সময়

দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের অভিযানে মান্দুরা ও বৃন্দাবন বস্তি থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার

​নাজমুল ইসলাম মন্ডল
    প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

​দেশের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান নিরপেক্ষ ও পেশাদারিত্বের অংশ হিসেবে রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়েছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প

​গোপন তথ্যের ভিত্তিতে  ১ অক্টোবর দিবাগত রাত ২৩:০০ ঘটিকা হতে রাত ০২:১৫ ঘটিকা পর্যন্ত তুরাগ এলাকার মান্দুরা ও বৃন্দাবন বস্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

মেজর আরিফ নাশাদ আনাম, উপ-অধিনায়ক, ৪৩ শোরাড মিসাইল রেজিমেন্টের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী এবং ১৩ জন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়।

​অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ২৪ লিটার বাংলা মদ এবং ২ বোতল কেরু মদ জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তুরাগ থানায় হস্তান্তর করা হয়।

​বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক সকল প্রকার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com