শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা মাওনা বাজার কেন্দ্রীয় দুর্গাপূজা মণ্ডপের সভাপতি শ্রী শংকর চন্দ্র দাসের হাতে এই উপহার তুলে দেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তারেক রহমানের পক্ষে উপহার সামগ্রী তুলে দেন গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা প্রভাষক জহিরুল ইসলাম কাজল সহ শ্রীপুর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
উপহার প্রদান শেষে ডাঃ মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “দেশনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় দেশের সব ধর্ম-বর্ণের মানুষের প্রতি সমান শ্রদ্ধাশীল। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেন। তার পক্ষ থেকে এই উপহার সামগ্রী হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার প্রতীক।”
গাজীপুর ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার সামগ্রী আমরা শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে পৌঁছে দিচ্ছি। আমরা শ্রীপুরে সকল ধর্মের মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
Leave a Reply