1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ - দৈনিক আমার সময়

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-ভারত ক্রিকেট দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলি অনিক। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটাক্রান্ত থাকায় আজ ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন অনিক।

সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে। আজ ভারতকে হারাতে পারলে ফাইনালে চলে যাবে টাইগাররা।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার বিপক্ষে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা।

এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুইবার জিতেছে এবং ১৩ বার হেরে গেছে।

পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও ভারতের বিপক্ষে জেতা অসম্ভব নয়! তার কারণ, ভারতের বিপক্ষে বাংলাদেশের ‘হারার’ কিছু নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com