1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন — পুরনো অধ্যাদেশ বহালের দাবি - দৈনিক আমার সময়

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন — পুরনো অধ্যাদেশ বহালের দাবি

রতন আলী নাটোর 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের ২০০৯ সালের অধ্যাদেশ বহাল রাখার দাবিতে নাটোরের বড়াইগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টায় বড়াইগ্রাম উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৮ জন খুচরা সার বিক্রেতা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নতুন করে আরোপিত নানা বিধিনিষেধ ও নীতিমালার কারণে খুচরা সার বিক্রেতাদের দীর্ঘদিনের ব্যবসা হুমকির মুখে পড়েছে। এতে যেমন বিক্রেতাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে, তেমনি কৃষকরাও সময়মতো পর্যাপ্ত সার না পেয়ে ক্ষতির সম্মুখীন হবেন।
বক্তারা বলেন, ২০০৯ সালের বিদ্যমান অধ্যাদেশের আওতায় দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। এই অধ্যাদেশ বহাল থাকলে কৃষক সহজে সার পাবে, আর বিক্রেতারাও ন্যায্যভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। কৃষি উৎপাদন ব্যাহত না করতে হলে পুরনো অধ্যাদেশ বহাল রাখা এখন সময়ের দাবি।
মানববন্ধনে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারী ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে ২০০৯ সালের বিদ্যমান অধ্যাদেশ বহাল রেখে খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফ বলেন, আমরা বিষয়টি গণমাধ্যম ও স্থানীয় বিক্রেতাদের মাধ্যমে জেনেছি। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অফিসিয়াল নির্দেশনা পাইনি। তবে সরকার যদি নতুন কোনো নীতিমালা দেয়, তাহলে তা যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি কৃষক ও খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com