1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৯ মাসেও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয়নি : যুগ্ম মহাসচিব এ্যানি - দৈনিক আমার সময়

৯ মাসেও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয়নি : যুগ্ম মহাসচিব এ্যানি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
‘বিএনপির দাবি ছিল দ্রুত শেখ হাসিনার বিচার করে আ.লীগকে নিষিদ্ধ করা। কিন্তু ৯ মাসেও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয়নি।’ লক্ষ্মীপুরে বিএনপি ওয়ার্ড কাউন্সিল / প্রতিনিধি নির্বাচনীয় এক সভায় এমনটাই মন্তব্য করে  বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (১১ মে) সকালে লক্ষ্মীপুর সদরের হাজির পাড়ায় দলীয় ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন শহী উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি আরও বলেন, ‘আমরা যারা স্বৈরাচারবিরোধী আন্দোলন করে এ সরকার প্রতিষ্ঠা করেছি, আলোচনা করে ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতাম। তা না করে যমুনায়-শাহবাগে আন্দোলনের নামে জনদুর্ভোগ করার কোনো মানে হয় না। এই সরকার সব দলকে ডেকে এক টেবিলে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতেন।’

বিএনপি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকারকে নিষিদ্ধ করতে চেয়েছে সরকার ও সেই প্রক্রিয়াতে এগোচ্ছে।
লক্ষ্মীপুরে বিএনপির তৃণমূলের সরাসরি ভোটে নেতা নির্বাচন প্রক্রিয়া পরিদর্শন করেন তিনি।

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী, হাজিপাড়া, উত্তর জয়পুর ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে নেতা নির্বাচনের জন্য ভোটের কার্যক্রম পরিদর্শন করেন এ্যানি।

এ সময় উপস্থিত ছিলেন – লক্ষ্মীপুর-৩ আসনে কাউন্সিলরের সরাসরি ভোট প্রক্রিয়ার রির্টানিং কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারী রির্টানিং কর্মকর্তা আহমেদ ফেরদৌস মানিক, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার, সদস্যসচিব আনোয়ার হোসেন বাচ্চু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com