গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানা এলাকার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসনে। এ সময় তিনি জানান, চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা এক ট্রাক বোঝাইকৃত ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ আসামি মোঃ খাইরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সে নেত্রকোনা জেলার দুগিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী অবৈধভাবে চোরাচালান মালামাল চক্রের সাথে জড়িত বলে স্বীকার করে। এছাড়াও অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি নিয়ে আসা চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এক ট্রাক বোঝাইকৃত ৪০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও আসামী খাইরুল ইসলামের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের ও পাঁচ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply