1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হিল ভিউ আবাসিকে পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমি.নতুন প্রকল্প - দৈনিক আমার সময়

হিল ভিউ আবাসিকে পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমি.নতুন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

 

চট্টগ্রাম মহানগরীর অভিজাত এলাকা পাঁচলাইশের হিল ভিউ আবাসিকে পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের নতুন প্রকল্প শুরু |

সম্প্রতি নগরীর অভিজাত পাঁচলাইশ হিল ভিউ আবাসিক এলাকায় গ্রাউন্ড ব্রেকিংয়ের মাধ্যমে শুরু হলো পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের আরো একটি নান্দনিক প্রকল্প মি.মাহমুদুল আলম অ্যান্ড মি. জাবেদুল আলম রেসিডেন্সের নির্মাণকাজ।

দ্রুত, আধুনিক নির্মাণের প্রতিশ্রুতি এবং মূল স্লোগান ‘’ডিজাইন, বিল্ড এন্ড ম্যাটেরিয়ালস‘এর পরিপ্রেক্ষিতে পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড আরো একটি অত্যাধুনিক আবাসন প্রকল্পের নির্মাণ কাজ শুরু করলো। পাঁচলাইশ থানাধীন হিল ভিউ আবাসিকের ০১ নম্বর রোডে গ্রাউন্ড ব্রেকিংয়ের মাধ্যমে উদ্বোধন হলো ‘মি.মাহমুদুল আলম অ্যান্ড মি. জাবেদুল আলম রেসিডেন্স নামে ৯ তলা বিশিষ্ট আবাসন প্রকল্পটি |

১৮ই সেপ্টেম্বর সোমবার বিকেলে চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমির মালিক মি.মাহমুদুল আলম, মি.জাবেদুল আলম এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন মি.সাহেদ, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি রাইসা মাহমুব ও মি.আলমগীর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিল ভিউ আবাসিকের সেক্রেটারি মি.দুলাল, পিটুপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, পিটুপির পরিচালক ইঞ্জি.নাজিম উদ্দিন খান, হেড অব বিজনেস অ্যান্ড অপারেশন নাজমুল বিন আবেদীন, পিটুপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

পিটুপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম বলেন, পিটুপি শুরু থেকে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে কাজ করে। পিটুপিতে একই ছাদের নিচে রয়েছে ডিজাইন, বিল্ড, ম্যাটেরিয়ালের স্বয়ংসম্পূর্ণতা। দ্রুত এবং মানসম্পন্ন নির্মাণে পুরোপুরি সক্ষমতা রাখে পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। সবকিছু মিলিয়ে পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন বাড়ি নির্মাণের পরিপূর্ণ সল্যুশনের নাম। হিল ভিউয়ের এই আবাসন প্রকল্পে ব্যবহৃত বিশ্বমানের নির্মাণসামগ্রী এই ভবনে আধুনিক জীবনযাপনের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com